২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত, চলতি মাসে নতুন আহবায়ক কমিটি ঘোষনা

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

20200305_183927 20200305_121949 20200305_121918 20200305_121513 20200305_183951 20200305_121517

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(৫মার্চ) সকাল ১১টায় উপজেলা সদরের ঈসা খাঁ মার্কেট সংলগ্ন মাঠে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কর্মী সভা-২০২০ এর অংশ হিসেবে সরাইল উপজেলা যুবদলের উদ্যোগে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা যুবদলের সভাপতি নাজমুল আলম খন্দকার মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূইঁয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, যুবদল কেন্দ্রীয় সংসদের বিভাগীয় সহ-সভাপতি আশিকুর রহমান ওয়াসিম, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান মিজান, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ। কেন্দ্রীয় যুবদল ও জেলা যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ, সরাইল উপজেলা যুবদলের ৪১সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, সদ্য বিলুপ্ত উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ সরাইল উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের পদ প্রত্যাশী নেতৃবৃন্দ উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন। মোঃ আতাউল এর কোরআন তেলায়াতের মাধ্যমে শুরু হওয়া উক্ত কর্মী সভায় কেন্দ্রীয় যুবদল, জেলা যুবদল, সরাইল উপজেলা যুবদল, বিভিন্ন ইউনিয়ন যুবদল, সদ্য বিদায়ী উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দ ও উপস্থিত কর্মীবৃন্দসহ মোট ৪৫জন নেতা-কর্মী উক্ত কর্মী সভায় বক্তব্য দেন। এ সময় বক্তব্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে জেলখানায় বন্দী, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছেন না। হামলা মামলায় দিশেহারা দলীয় নেতা-কর্মী। দলের এ ক্রান্তি লগ্নে দলের হাইকমান্ডের নির্দেশে দলকে ঢেলে সাজানোর অংশ হিসেবে তৃণমূল নেতা-কর্মীদের বক্তব্য শুনতেই বিভাগীয় সফরের অংশ হিসেবে সরাইল উপজেলায় তাদের আগমন। এ সময় অতিথিবৃন্দ নেতা-কর্মীদের বক্তব্য দৈর্য্য ধরে শুনেন। প্রায় ৬বছর পূর্বে বিগত ২০১৪ সালে গঠিত সরাইল উপজেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রমের সফলতা ও ব্যর্থতার নানা দিক বক্তাগন এ সময় তুলে ধরেন। দলের এ দুর্দিনে কর্মীদের নানামুখী ক্ষোভ ও হতাশা ফুটে উঠে তাদের বক্তব্যে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে গণ আন্দোলন গড়ে তুলতে ও বিএনপি’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার আন্দোলনকে বেগবান করতে বলয় যুক্ত পকেট কমিটি না করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃনমূল নেতা-কর্মীদের মূল্যায়নের মাধ্যমে সরাইল উপজেলা যুবদলের শক্তিশালী কমিটি গঠন করতে উপস্থিত নেতা-কর্মীরা দাবি জানান। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী বলেন দলীয় হাইকমান্ডের নির্দেশে নির্যাতিত, ত্যাগী ও বঞ্চিত তৃনমূল নেতা-কর্মীদের বক্তব্য শুনতেই আমরা সাংগঠনিক সফর করছি। এই বক্তব্যগুলো আমরা দলীয় হাইকমান্ডের কাছে উপস্থাপন করব। একাধিক পদে থাকা ও এলাকায় অবস্থান না করলে কাউকেই পদ দেওয়া হবে না। দলের জন্য নির্যাতিত, ত্যাগী ও বঞ্চিতদের অবশ্যই মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন তৃনমূল পর্যায়ে দলকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চলতি মার্চ মাসের মধ্যেই সরাইল উপজেলা যুবদলের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন