সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইউএনও এ এস এম মোসাকে সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ২৩ অক্টোবর ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসাকে সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার(১৯অক্টোবর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মিলনায়তনে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর। সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা ও চুন্টা এসি একাডেমির প্রধান শিক্ষক হাবিবুর রহমান নান্নু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ও অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদি। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ বিদায়ী ইউএনও’র প্রশংসা করে বলেন, শিক্ষক পিতার সন্তান ইউএনও এ এস এম মোসা সরাইল উপজেলার সকল শিক্ষকদের কল্যাণে কাজ করে শিক্ষকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই জন্য মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য ব সরাইল উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসাকে নোয়াখালীর চাটখিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ( সার্বিক) শংকর রঞ্জন সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলীর এ আদেশ প্রদান করা হয়। একই আদেশে বান্দরবান জেলার থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলকে সরাইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন