২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ , ৩০ জুলাই ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ জুলাই) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের বিভিন্ন এলাকায় ৫০ টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের সাথে সরাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রও উদ্বোধন করেন। ইতিপূর্বেও দেশের বিভিন্ন এলাকায় ২০০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সারা দেশে নির্মাণাধীন তিনতলা বিশিষ্ট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে দু’ দফায় এ পর্যন্ত মোট ২৫০ টি মডেল মসজিদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইসমত আলীসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন মিডিয়াকর্মীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন