সরাইল উপজেলা ভূমি অফিস কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ , ২৪ ফেব্রুয়ারি ২০২১, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ভূমি অফিস কর্তৃক হয়রানির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণের উদ্যোগে আজ বুধবার(২৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের প্রধান সড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় হয়রানির শিকার ভুক্তভোগী এলাকাবাসী জানান, জমির নাম খারিজের সহস্রাধিক আবেদন বছর দিন ধরে পড়ে থাকলেও কোনো আবেদনই নিষ্পত্তি করা হচ্ছে না। এতে করে দীর্ঘ সূত্রিতার ফাঁদে পড়ে ভুক্তভোগী হচ্ছেন এলাকার সাধারণ জনগণ। জায়গা-জমি বিক্রি করতে না পেরে বিয়ে-শাদী, প্রবাসে যাওয়া, রোগীর চিকিৎসাসহ এলাকার সাধারণ জনগণের গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হচ্ছে না। ফলে দলিল সম্পাদন কমে যাওয়ার পাশাপাশি রাজস্ব হারাচ্ছে সরকার। সরাইল উপজেলা ভূমি অফিস কর্তৃক হয়রানির প্রতিবাদে ও জমি নাম খারিজের সহস্রাধিক আবেদন দ্রুত নিষ্পত্তির দাবিতে এলাকার ভুক্তভোগী জনগণ উক্ত মানববন্ধন পালন করেন। এ সময় সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল মানববন্ধনে অংশগ্রহনকারীদের সাথে আলোচনা করে সরকারি বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় জমি নাম খারিজের জন্য আবেদনকারীদের আবেদন দ্রুত নিষ্পত্তির আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচী সমাপ্ত করা হয়।
আপনার মন্তব্য লিখুন