সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের স্বামী খোরশেদ আলম ভূঁইয়া আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের স্বামী খোরশেদ আলম ভূঁইয়া আর নেই
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম এর স্বামী কালিকচ্ছ এলাকার বাসিন্দা খোরশেদ আলম ভূঁইয়া (৬৫) আর নেই। শুক্রবার(২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টায় কালিকচ্ছ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুসের জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর কালিকচ্ছ এলাকার আমির হামজা জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষ তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগমের স্বামী খোরশেদ আলম ভূঁইয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তোপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন