সরাইল উপজেলা বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর বহিঃস্কারাদেশ প্রত্যাহার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ , ৮ জুলাই ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপি নেতা এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর বহিঃস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার(৮জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রের(সূত্র নং- বিএনপি/প্রত্যাহার/৭৭/৩৫/২০১৯) মাধ্যমে এ বহিঃস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে । সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বিগত উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নির্বাচন করে প্রায় ১৮হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে এ নির্বাচন করায় দল থেকে তাকেঁ বহিঃস্কার করা হয়েছিল। এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের ৫বারের এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক ২৭বছরের সভাপতি, বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা, একাধিক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার একান্ত বিশ্বস্থ সহচর ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ কোর্টের স্বনামধন্য আইনজীবি। এ ব্যপারে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু সরাইল নিউজ টোয়েন্টিফোরকে বলেন, বিগত দিনে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপির নেতৃত্বে দলের আন্দোলন সংগ্রাম চালিয়েছি। দলীয় নেতা-কর্মীদের নামে দায়ের করা বিভিন্ন মামলা মোকাবেলা করেছি। ভবিষ্যতেও এভাবে দলীয় কর্মকান্ড চালিয়ে যেতে চাই। আমার বহিঃস্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে আমাকে বহাল রাখায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া এমপিসহ বিএনপি দলীয় নীতি নির্ধাকদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সততা ও বিশ্বস্থতার সহিত অতীতের মত দলীয় কর্মকান্ড চালানোর পাশাপাশি দলের বৃহত্তর কল্যাণে যেন কাজ করতে পারি সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন