সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ২ অক্টোবর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৫ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা-ফেনি-মীরসরাই-চট্রগ্রাম রোড মার্চ সফল করার লক্ষ্যে সোমবার (২ অক্টোবর) বিকালে সরাইল উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বিএনপি নেতা আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সদস্য সচিব মোঃ নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর, সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহবায়ক রিপন ঠাকুর ও সদস্য সচিব সৈয়দ জাকির হোসেনসহ উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য একইদিন বিকালে ঢাকায় অবস্থান করায় সাময়িকভাবে প্রস্তুতি সভায় উপস্থিত থাকতে না পারলেও সভার সার্বিক খোঁজ-খবর রেখেছেন বলে সরাইল নিউজ টোয়েন্টিফোরকে তিনি জানিয়েছেন।
।
আপনার মন্তব্য লিখুন