সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপুকে রিয়াদে সংবর্ধনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ২৩ ডিসেম্বর ২০২২, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপুকে রিয়াদে সংবর্ধনা
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুকে রিয়াদে সংবর্ধনা দেওয়া হয়েছে। সৌদি আরবের মক্কা ও মদিনায় পবিত্র ওমরা হজ্ব করা শেষে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রিয়াদের একটি রেস্তোরায় আনুষ্ঠানিকভাবে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সৌদি প্রবাসী সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী বিএনপি সরাইল উপজেলা শাখার সভাপতি শেখ রাকিব উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নুরুজ্জামান লস্কর তপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মামুনুর রশীদ চৌধুরী। আমন্ত্রিত অথিতি ছিলেন প্রবাসি বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলার উপদেষ্টা ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আমিনুল ইসলাম সাধন, প্রবাসী সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুজন খাদেম, সহ সভাপতি হেলাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিক, প্রবাসি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ সভাপতি জুনায়েদ পারভেজ, সাধারণ সম্পাদক সানাউল্লাহ আপন তাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম গাজী, প্রবাসী সরাইল উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী আলমগীর হোসেন। জাতীয়তাবাদী দল বিএনপির প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সরাইল উপজেলা প্রবাসি বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন টিটু। সার্বিক সহযোগিতায় ছিলেন সরাইল উপজেলা প্রবাসী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক। প্রবাসী বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার জন্য আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন