সরাইল উপজেলা বিএনপির সম্মেলন ২৩ এপ্রিল, তিন পদে তিন নেতার মনোনয়ন পত্র দাখিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ , ১৭ এপ্রিল ২০২২, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইল উপজেলা বিএনপির সম্মেলন ২৩ এপ্রিল, তিন পদে তিন নেতার মনোনয়ন পত্র দাখিল
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ঘোষিত তফছিল অনুযায়ী মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে আজ রোববার ( ১৭ এপ্রিল) দুপুর পর্যন্ত তিনটি পদের নির্বাচনে বিএনপির তিন নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সভাপতি পদে মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নির্বাচন পরিচালনায় দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
নির্বাচনে প্রতিদ্বন্দী কোনো প্রার্থী না থাকায় সব কিছু ঠিক থাকলে আসন্ন নির্বাচনে সভাপতি পদে মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে ধারণা করছেন দলীয় নেতা-কর্মীরা।
উল্লেখ্য উপজেলার ৯ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন বিএনপির কমিটির মোট ৬শত ৩৯ জন ভোটার উক্ত নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনে তিনটি পদের কোনোটিতেই একাধিক প্রতিদ্বন্দী প্রার্থী নেই।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট আব্দুর রহিম গোলাপ ও এডভোকেট মোঃ আলাউদ্দিন উক্ত নির্বাচনে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন