৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী নির্বাচিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

সরাইল উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত,
সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী নির্বাচিত

এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৩ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু ও সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী নির্বাচিত হয়েছেন।
উপজেলার ৯ টি ইউনিয়নের মোট ৬শত ৩৯ জন ভোটার উক্ত নির্বাচনে প্রত্যক্ষ ভোট দেওয়ার কথা থাকলেও সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিন পদে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় তাঁরা নির্বাচিত হয়েছেন।

FB_IMG_1650708710440 FB_IMG_1650708701647

সরাইল উপজেলা বিএনপির আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাঈদ। সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি ও মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
বক্তব্য দেন বিএনপি নেতা আলী আজম, মেহেদী হাসান পলাশ, সরকার বেলাল উদ্দিন তুহিন, দুলাল মাহমুদ আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সালা উদ্দিন, সরাইল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব মোঃ নুর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জামাল হোসেন লস্কর প্রমুখ।
উপজেলার ৯টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের দলীয় নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সরাইল উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে তবে সম্মেলনের অদূরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করতে দেখা গেছে।

FB_IMG_1650708684450

অনুষ্ঠানের শুরতে কোরআন তেলাওয়াত করেন পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুর রউফ। এর পর পর সকল অতিথি বৃন্দের উপস্থিতে জাতীয় সঙ্গীত এর মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া দলীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলার ৯ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শান্তির প্রতীক পায়ঁরা উত্তোলণের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উল্লেখ্য ঘোষিত তফছিল অনুযায়ী নির্বাচনে মনোনয়ন পত্র উত্তোলনের শেষদিন শনিবার (১৬ এপ্রিল) পর্যন্ত সভাপতি পদে মোঃ আনিছুল ইসলাম ঠাকুর ও এডভোকেট আব্দুর রহমান, সাধারণ সম্পাদক পদে এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক পদে দুলাল মাহমুদ আলী ও এনামুল হক মনোনয়ন পত্র উত্তোলন করলেও মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে রোববার (১৭ এপ্রিল) পর্যন্ত সভাপতি পদে এডভোকেট আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে এনামুল হক মনোনয়ন পত্র জমা দেননি বলে সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রহিম গোলাপ সম্মেলনে জানান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে এডভোকেট আব্দুর রহিম গোলাপ ও এডভোকেট মোঃ আলাউদ্দিন উক্ত নির্বাচনে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন