সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আরিফুল হক টুনু’র ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ , ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আরিফুল হক টুনু’র ইন্তেকাল, বিএনপি মহাসচিবের শোক প্রকাশ
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা জনাব আরিফুল হক টনু ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রানিউন)। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২ টা ৫ (পাঁচ) মিনিটে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে স্থানীয়ভাবে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় বিএনপির মহাসচিব বলেন-
“আরিফুর রহমান টুনু’র মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভুতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী মরহুম আরিফুর রহমান টুনু দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছেন। জনকল্যাণই ছিল তার রাজনীতির একমাত্র লক্ষ্য। জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তিনি ছিলেন নির্ভিক যোদ্ধা। এই ন্যায়নিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে এই গভীর শোকে ধৈর্য্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় আরিফুর রহমান টুনু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
আপনার মন্তব্য লিখুন