সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ পানিশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ , ২৬ অক্টোবর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ পানিশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির অধীনস্থ পানিশ্বর ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে পানিশ্বর ইউনিয়নের বিটঘর বালুর মাঠে উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনিছুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো: নুরুজ্জামান লস্কর তপু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী।
পানিশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোবারক আলী মেম্বার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাসাস এর আহবায়ক রিপণ ঠাকুর, সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেন জাকির, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল গাফাফার আওয়াল, বক্তব্য দেন সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান,
সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, সাবেক সিনিয়র সহসভাপতি শেখ মো: জুনাইদ,
সরাইল উপজেলা নবীন দলের সভাপতি অনিক হোসেন মৃধা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সানি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পানিশ্বর ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: দ্বীন ইসলাম ও সদস্য সচিব আনিসুর রহমান সুজন।
সরাইল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন