সরাইল উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন, উদ্বোধনী খেলায় পাকশিমুল ইউনিয়ন একাদশ বিজয়ী, রবিউল্লা লিমন ও নিজাম ‘‘ শ্রেষ্ট খেলোয়ার নির্বাচিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , ১০ জুলাই ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা মঙ্গলবার(১০জুলাই) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মো: আব্দুর রহমান, সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা আওমীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রাশেদ, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট আইনজীবি সৈয়দ তানবীর হোসেন কাউছার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, জাপা নেতা হুমায়ূন কবির, আওয়ামীলীগ নেতা মো: মাহফুজ আলীসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী লোকজন উপস্থিত ছিলেন। “মাদককে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলা পাকশিমুল ইউনিয়ন একাদশ ও পানিশ্বর ইউনিয়ন একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় পাকশিমুল ইউনিয়ন একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়েছে। পাকশিমুল ইউনিয়ন একাদশের খেলোয়ার রবিউল্লাহ লিমন ও নাজিম শ্রেষ্ট খেলোয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন। দীর্ঘ দিন পর সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করায় দর্শকদের মাঝে আনন্দ ফিরে এসেছে এবং এই ধরণের টুর্নামেন্ট আয়োজনে সরাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ গ্রহন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়ামোদী এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন