সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে লড়বেন বেবী ইয়াসমিন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য, পাকশিমুল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি, পাকশিমুল ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য বেবী ইয়াসমিন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন। এ ব্যপারে তিনি স্থানীয় জনগণসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণংযোগের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সাথেও প্রতিনিয়ত মতবিনিময় সভা করে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। এ ব্যপারে বেবী ইয়াসমিন বলেন জনপ্রতিনিধিসহ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘ দিন ধরে মাঠে থেকে জনগণের সাথে রয়েছি। ভবিষ্যতেও জনসেবায় আত্ব-নিয়োগ করে মাঠেই থাকতে চাই ইনশাল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়ে বিভিন্ন এলাকায় গণ-সংযোগ চালিয়ে যাচ্ছি। সকলের উৎসাহ ও ব্যপক সাড়া পাচ্ছি। সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারব বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন