সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে হাফেজুল আসাদ সিজার সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , ৫ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগ সরাইল উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হাফেজুল আসাদ সিজার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষনা দিয়েছেন। । উপজেলার বিভিন্ন এলাকায় গণ সংযোগ করে ইতিমধ্যে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে যাচ্ছেন। এ ব্যপারে হাফিজুল আসাদ সিজার বলেন রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্র জীবন থেকেই বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘ দিন ধরে মাঠে থেকে জনগণের সাথে রয়েছি। ভবিষ্যতেও জনসেবায় আত্ব-নিয়োগ করে মাঠেই থাকতে চাই ইনশাল্লাহ। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা চেয়ে বিভিন্ন এলাকায় গণ-সংযোগ চালিয়ে যাচ্ছি। সকলের উৎসাহ ও ব্যপক সাড়া পাচ্ছি। সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে ইনশাল্লাহ আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারব বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন