সরাইল উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো: শের আলম মিয়ার গণসংযোগ
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ৮ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের স্বল্পনোয়াঁগাও(মালিগাঁঁও) গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সরাইল উপজেলা পরিষদের বর্তমান ভাইস- চেয়ারম্যান মো: শের আলম মিয়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ধারাবাহিক গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার(৮জুন) তিনি কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া পূর্বপাড়ায় গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি এলাকার গণ্যমান্য ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও পরামর্শসহ সার্বিক সহযোগিতা কামনা করেন। এ ব্যপারে সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জণগনের ভালবাসা ও দোয়া নিয়ে গত নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জনগনের সুখে-দু:খে কাজ করে যাচ্ছি। জণগনের দোয়া ও ভালবাসায় আমার চলার পথের শক্তি। জনগণের ভালবাসা ও আস্থা নিয়েই আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। এ ব্যপারে আমি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করি।
আপনার মন্তব্য লিখুন