২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া ম্যানেজিং কমিটির শ্রেষ্ট সভাপতি নির্বাচিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

received_536792366742327

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শ্রেষ্ট সভাপতি  নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, সরাইল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: শের আলম মিয়া। তিনি সরাইল স্বল্প নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দীর্ঘ দিন সুনামের সহিত দায়িত্ব পালন করে উপজেলার শ্রেষ্ট সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের সভাপতিত্বে বাছাই কমিট বিভিন্ন দিক বিবেচনা করে সরাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে শ্রেষ্ট সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। এ ব্যপারে মো: শের আলম মিয়া বলেন, আমি নিরলসভাবে এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্বল্পনোয়াগাঁও সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে সেবা দিয়ে যাচ্ছি। নিজের অজান্তেই ভাল কাজের স্বীকৃতির অংশ হিসেবে আমাকে উপজেলার বিভিন্ন সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিগণের মধ্যে শ্রেষ্ট সভাপতি হিসেবে নির্বাচিত করাই উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতসহ  সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এলাকার জনগণের সার্বিক কল্যানে কাজ করতে আগামীর পথ চলায় সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন