সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ , ১৬ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাতের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬জানুয়ারী) উপজেলার পানিশ্বর ইউনিয়ন পরিষদে পানিশ্বর এলাকার দরিদ্র শীতার্ত লোকজনের মাঝে তিনি কম্বল বিতরণ করেন। পরে একই এলাকায় মেঘনা নদীর ভাঙ্গনকবলিত বাড়িঘরের লোকদের খোঁজ-খবর নেন এবং তাদের পুনর্বাসনে ও প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বীকরণে গৃহীত নানা প্রকল্প ঘুরে দেখেন। এ সময় পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দীন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকরর্তা ও উপজেলা প্রকল্প বাস্তববায়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন