সরাইল উপজেলা জাতীয় পার্টির তিন কমিটি!
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৩১ পূর্বাহ্ণ , ১৮ মে ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 weeks আগে
সরাইল উপজেলা জাতীয় পার্টির তিন কমিটি!
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা জাতীয়পার্টির নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। বুধবার (১৭মে) সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে কর্মী সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির ১০১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সরাইল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরকে সভাপতি ও হাফেজ আলী নেওয়াজকে সাধারণ সম্পাদক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক এমপি এমপি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এডভোকেট জিয়াউল হক মৃধা কর্মী সম্মেলন শেষে উক্ত কমিটি ঘোষণা করেন।
এদিকে গত ২১ এপ্রিল অর্থাৎ ২৭ দিন পূর্বে মোঃ এমদাদুল হক ছালেককে আহবায়ক ও মোজাহিদুল ইসলাম সেলিমকে সদস্য সচিব করে সরাইল উপজেলা জাতীয় পার্টির একটি আহবায়ক কমিটি অনুমোদন করেন জেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া।
এছাড়া জাতীয় পার্টির প্রবীণ নেতা রহমত হোসেনকে সভাপতি ও মোঃ আলমগীর মিয়া উজ্জ্বলকে সাধারণ সম্পাদক করে আরও আগেই সরাইল উপজেলা জাতীয় পার্টির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে এবং জাতীয় পার্টির মূল ধারার কমিটি হিসেবে উক্ত কমিটিই এখনও বলবৎ আছে বলে দাবি করেছেন জাপা নেতা রহমত হোসেন।
স্ব স্ব অবস্থানে থেকে নিজেদের কমিটিই মূল ধারার কমিটি দাবি করা সরাইল উপজেলা জাতীয় পার্টির
তিন কমিটির নেতা-কর্মীদের মাঝে দলীয় গ্রুপিং কোন্দল বিদ্যমানের বিষয়টি স্পষ্ট প্রতীয়মান বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল।
আপনার মন্তব্য লিখুন