সরাইল উপজেলা ছাত্রসমাজের আহবায়ক কমিটি গঠিত, আহবায়ক: মো: হুসাইন শাওন, সদস্য সচিব: রাসেল লস্কর
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , ২৬ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রসমাজের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে আহবায়ক পদে মো: হুসাইন শাওন এবং সদস্য সচিব পদে রাসেল লস্কর নির্বাচিত হয়েছেন। এছাড়া ৯জনকে যুগ্ম আহবাহয়ক, ৬জনকে যুগ্ম সদস্য সচিবসহ মোট ৫৫সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটি। আগামী তিনমাসের মধ্যে সকলের ইউনিয়নের আহবায়ক কমিটি করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি সম্পন্ন করতে নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করেন জেলা কমিটি। আহবায়ক পদে মো: হুসাইন শাওনকে নির্বাচিত করায় তিনি জেলা কমিটির নেতৃবৃন্দসহ ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল -আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এডভোকেট জিয়াউল হক মৃধাকে ধন্যবাদ জানিয়েছে এবং তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন