সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ , ৪ জুলাই ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের কৃতি সন্তান, সরাইল উপজেলা ছাত্রদলের (সদ্য বিলুপ্ত) সভাপতি ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের একাধিকবার নির্বাচিত দাতা সদস্য সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার(৩জুলাই) দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে প্রাইভেটকার যোগে ঢাকা যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষে সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল এর মুখে ও পায়ে গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে আহত হয়েছেন। এসময় প্রাইভেটকারের অপর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ভৈরব চন্ডীবেড় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। খবর পেয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেনসহ আহত সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল এর পরিবারের লোকজন দ্রুত ভৈরব চন্ডীবেড় হাসপাতালে ছূঁটে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে এম্বুলেন্সযোগে তাকেঁ ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হচ্ছে বলে আহত সৈয়দ ইসমাইল মিয়া উজ্জ্বল এর পিতা সৈয়দ শাহজাহান মিয়া নিশিচৎ করেছেন। সড়ক দুর্ঘটনায় আহত পুত্রের সুস্থতার জন্য তাঁর পিতা সৈয়দ শাহজাহান মিয়া সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন