সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী জামাল হোসেন লস্কর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ , ৬ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী জামাল হোসেন লস্কর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়ক দিয়ে অনুষ্ঠিত মিছিলটি হাসপাতাল মোড় প্রদক্ষিন করে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে এসে সমাপ্ত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলে সরাইল সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, সরাইল উপজেলা ছাত্রদল নেতা রাফসান জানি মেজবাহ, আক্তার হোসেন ভূঁইয়া, নুরুজ্জামান জাবেদ, নাদিম মিয়া ও শাহবাজপুর ছাত্রদল নেতা রিগান মিয়াসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন