সরাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল উদ্দিন মুন্সীর ছোট বোন কলেজ ছাত্রী চম্পার অকাল মৃত্যু, বিভিন্ন মহলের শোক
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ , ২৬ জুন ২০১৯, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা সদরের উচালিয়াপাড়ার কৃতি সন্তান জুয়েল উদ্দিন মুন্সীর ছোট বোন ও সরাইল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী তায়েবা আক্তার চম্পা বৃহস্পতিবার(২০জুন) দিবাগত রাতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। জানা যায় হঠাৎ জ্বর হয়ে গত বুধবার চম্পা অসুস্থ হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে মারা যায়। আজ শুক্রবার ঢাকা থেকে লাশ বাড়িতে নিয়ে আসা হলে সেখানে এক শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। কলেজ ছাত্রী চম্পার অকাল মৃত্যূ কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন। বাদ যোহর উচালিয়াপাড়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। ছাত্রদল নেতা জুয়েল উদ্দিন মুন্সীর কলেজ পড়ুয়া বোনের অকাল মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া, বিএনপি নেতা আনিসুল ইসলাম ঠাকুরসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন