৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

EN

‘সরাইল উপজেলা কিন্ডারগার্টেন এসাসিয়েশন’ এর ৫১সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

4 3 2 1

এম এ করিম সরাইল নিউজ ২৪.কম:
ব্রাহ্মণবাড়িয়া জেলার ‘সরাইল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন’ এর ৫১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মুন্সী সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মো: জাবেদ ওমর। এছাড়াও কমিটিতে আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান উপদেষ্টা(প্রতিষ্ঠাতা ও পরিচালক- সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল) করে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি রাখা হয়েছে।
আব্দুল অহাবকে সভাপতি (প্রতিষ্ঠাতা ও পরিচালক- দি-বøু বার্ড স্কুল) ও ইঞ্জি: আরিফুল ইসলাম মুকুলকে সাধারণ সম্পাদক ( প্রতিষ্ঠাতা ও পরিচালক- সরাইল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল) করে ৫১সদস্য বিশিষ্ট উক্ত কমিটি আজ বুধবার(২৮অক্টোবর/২০২০) অনুমোদন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল করিম( প্রতিষ্ঠাতা ও পরিচালক-সৈয়দটুলা মাস্টার মিশন স্কুল), সহসভাপতি নাজমা বেগম(কালিকচ্ছ আইডিয়াল কিন্ডারগার্টেন), এ কে এম রাশেদ উল্লাহ(চাইল্ড এডুকেয়ার মডেল স্কুল), মো: মশিউর রহমান(প্রভাতী কিন্ডারগার্টেন), মো: মাজিদুল হক সবুজ(উপজেলা পাবলিক স্কুল), যুগ্ম সাধারণ সম্পাদক মো: নাজমুল হক(নিড্স কিন্ডার গার্টেন), মো: জিয়াউর রহমান(সরাইল আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল), সৈয়দ জাকিরুল ইসলাম( কুট্টাপাড়া বিদ্যাকানন প্রি-ক্যাডেট স্কুল), মো: আমান মুন্সী(লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেন), মো: হুমায়ূন কবীর(পাকশিমুল বর্ণমালা মডেল স্কুল), সাংগঠনিক সম্পাদক মো: কবির উদ্দিন(চুন্টা এইচ এস কিন্ডারগার্টেন), সহ-সাংগঠনিক সম্পাদক মীর এহসান উদ্দিন সোহাগ(বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুল), মো: ইব্রাহিম আহমেদ(শাখায়তি আইডিয়াল কিন্ডারগার্টেন), মো: আল আমিন(রসুলপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল), মো: মোস্তাক আহমেদ(বাড়িউড়া মডেল একাডেমী), মো: আব্দুস সাত্তার(সোনামনি কিন্ডার গার্টেন), দপ্তর সম্পাদক মো: জামাল(সূর্যমুখী কিন্ডারগার্টেন), উপ-দপ্তর সম্পাদক মো: বেলাল(সরাইল আদর্শ বিদ্যাপীঠ), প্রচার সম্পাদক মো: নোয়াব মিয়া(হলি চাইল্ড কিন্ডারগার্টেন), উপ-প্রচার সম্পাদক আব্দুল মজিদ(লিটল স্টার কিন্ডার গার্টেন), অর্থ সম্পাদক মো: মোস্তফ কামাল(কালিকচ্ছ আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল), উপ-অর্থ সম্পাদক মো: আব্দুস সালাম(সততা কিন্ডারগার্টেন), শিক্ষা বিষয়ক সম্পাদক মো: আমজাদ হোসেন( আহমদ মেমোরিয়াল স্কুল), উপ শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসমিন ইসলাম(সান ফ্লাওয়ার কিন্ডারগার্টেন), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জোহরা সুলতানা স্মৃতি(কিশলয় বিদ্যানিকেতন), উপ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: জামাল মিয়া(সরাইল একাডেমী), ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ(ইসলামাবাদ কিন্ডারগার্টেন), উপ ধর্মবিষয়ক সম্পাদক এম কে মারুফ(শাহজাদাপুর ফুলকলি কিন্ডারগার্টেন), ক্রীড়া সম্পাদক মো: আবুল কালাম(আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল), উপ ক্রীড়া সম্পাদক মো: জসিম উদ্দিন(চুন্টা আদর্শ একাডেমী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সামসুল হক(প্রাইম মাল্টিমিডিয়া একাডেমী), উপ তথ্য বিষয়ক সম্পাদক এম এ মুসা( ফুলকলি কিন্ডারগার্টেন), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকিদা খানম( নোয়াগাওঁ কিন্ডারগার্টেন), উপ সাংস্কৃকি বিষয়ক সম্পাদক মো: মোস্তাকুর রহমান(দি বøু বার্ড স্কুল), সমাজ সেবা সম্পাদক মো: আবু তাহের(জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্যানিকেতন), উপ সমাজসেবা সম্পাদক জাহিদুর রহমান খান(শাহজাদা একাডেমী), তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলী আহমেদ রতন(মর্ণিংসান আইডিয়াল স্কুল), উপ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মনি আক্তার (এইচ এস কিন্ডারগার্টেন), আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন(কবি কাজী নজরুল ইসলাম পাবলিক স্কুল), উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামীম আরা বেগম(লিটল স্টার কিন্ডারগার্টেন), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাকলী রায়(ফুলকলি কিন্ডারগার্টেন), উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রহিমা বেগম(বেড়তলা আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল), সাহিত্য বিষয়ক সম্পাদক মো: শাহাদাত হোসেন(রাইজিং সান একাডেমী), সদস্য মো: মনির হোসেন(সূর্যমুখী কিন্ডারগার্টেন), মো: বাদল মিয়া(আল হেরা কিন্ডার গার্টেন), আজিজুন্নেসা(নর্থ আলফাইন স্কুল), মো: পারভেজ(ধীতপুর প্রভাতী কিন্ডারগার্টেন) ও মো: রতন মিয়া(বড়ইবাড়ি কিন্ডারগার্টেন)।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
আরও পড়ুন