২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল উপজেলা ইসলামী যুবসেনার কাউন্সিল অধিবেশন-২০১৮ অনুষ্ঠিত

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ , ২৬ আগস্ট ২০১৮, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

received_67222353315658720180825_112832received_2179593038926507received_440900833086511

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী যুবসেনা সরাইল উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের স্বল্পনোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এ জেড এম সাইদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আবু আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: শের আলম মিয়া, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব এডভোকেট ইসলাম উদ্দিন দুলাল, জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন আল কাদরী, সহ সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম রেজভী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী, প্রচার সম্পাদক সৈয়দ আবুল বাশার, সাবেক ইসলামী ফ্রন্ট নেতা মুফতি সামসুল হক, বিশিষ্ট রাজনীতিবিদ মো: শরীফ, মো: ফরিদ মিয়া, সরাইল উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক নাজমুল হোসেন আত তাহেরী, বাড়িউড়া দরবার শরীফের পীর মুফতি নুরুল মোস্তফা, আশুগঞ্জ ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ক্বারী শফিকুল ইসলাম, সরাইল উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মুফতি আব্দুল হান্নান, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরাইল উপজেলা ইসলামী যুবসেনার আহবায়ক পীরজাদা হাফেজ শাহাদাত। যুবনেতা এরশাদ হোসেন আজহারী, ছাত্র নেতা রফিকুল ইসলাম, আমান উল্লাহ, কাউসার উদ্দিন জালালী, মাওলানা আব্দুর রহমান, কাজী ইকবালসহ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মাওলানা সাইফুল্লাহ ঝিলন রেজভী, মাওলানা ক্বারী ইব্রাহীম আহমেদ বাবুল রেজভী ও মো: আবুল হাশেম রেজভী। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামী শায়েখ নুরুল ইসলাম ফারুকীর নৃসংশ হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবিতে সরাইল উপজেলা ইসলামী ছাত্র সেনার উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন