সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সদর ইউনিয়ন কমিটি ঘোষনা, সভাপতিঃ মোঃ মামুনুর রশীদ (মাখন সরদার), সাধারণ সম্পাদকঃ মাওলানা কাউছার আহমেদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ২১ জুন ২০১৮, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোটের সরাইল সদর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় সরাইল রাবিয়া শিকদার দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোঃ মামুনুর রশীদ (মাখন সরদার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোঃ ইছহাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সরাইল উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মুফতি রাকিব সিকদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জহিরুল ইসলাম (জহির), সরাইল উপজেলা ইসলামী যুব খেলাফতের সভাপতি এইচ এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন, সরাইল উপজেলা ইসলামী ছাত্র খেলাফতের সাধারণ সম্পাদক গাজী মাহফুজ মাদানীসহ সরাইল উপজেলা ইসলামী ঐক্যজোট, যুব খেলাফত ও ছাত্র খেলাফতের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সাবেক চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী(র.) এর সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস-চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থী আল্লামা হাফেজ আবুল হাসানাত আমিনীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মোঃ মামুুনুর রশিদকে(মাখন সরদার) সভাপতি, মাওলানা কাউছার আহমেদকে সাধারণ সম্পাদক ও মো: মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৬১সদস্য বিশিষ্ট সরাইল উপজেলা সদর ইউনিয়ন ইসলামী ঐক্যজোটের কমিটি ঘোষনা করেন। পরে উপস্থিত সকলে ঢাকা বড় কাটরা মাদ্রাসার জন্য মহান আল্লাহ পাকের রহমত ও সাহায্য কামনা করে দোয়া করেন।
আপনার মন্তব্য লিখুন