সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উদযাপন করা হয়েছে।
সরাইল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।
আওয়ামী লীগ নেতা এডভোকেট জয়নাল উদ্দিন জয় এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সরাইল উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন