সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বিধিবহির্ভূত সদস্য বাদ দিয়ে বিধি অনুযায়ী সদস্য অন্তর্ভুক্তির দাবি
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ , ১৯ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান রোকেয়া বেগম ও সরাইল থানার এস আই গৌতম চন্দ্র দেসহ উপজেলা আইন শৃংখলা কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সদস্যবৃন্দ উপজেলার আইন শৃংখলা বিষয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন। অনেকেই উপজেলা আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
সভার এক পর্যায়ে সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান বাবুল বক্তব্যে বিভিন্ন বিষয় উপস্থাপনের পাশাপাশি পূর্ব থেকে উত্তাপিত দাবি অনুযায়ী সরাইল উপজেলা সদরে অবস্থিত একমাত্র মহিলা কলেজকে বিধি অনুযায়ী উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য করার দাবি জানান। এ সময় সভার সভাপতি ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল বলেন, বিধি অনুসরণ করা হলে একদিকে নতুন সদস্য যেমন অন্তর্ভুক্ত হবেন তেমনি যারা দীর্ঘ দিন ধরে সদস্য হয়ে আছেন তাদের অনেকেই সদস্য পদ হারাবেন। উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য হওয়ার সরকারি বিধি তিনি এ সময় উপস্থিত সকলকে পাঠ করে শোনান। বিধিতে প্রকাশ, উপজেলায় একটি মাত্র সাংবাদিক সংগঠন উক্ত কমিটির সদস্য হতে পারলেও সেখানে সদস্য রয়েছেন তিনটি সাংবাদিক সংগঠন। এছাড়াও বিধি বহির্ভূতভাবে অনেক সদস্য উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্য রয়েছেন।
উপজেলা সদরে অবস্থিত এক মাত্র মহিলা কলেজ উক্ত আইন শৃংখলা কমিটিতে বিধি অনুযায়ী সদস্য হতে পারেন ইঙ্গিত করে তিনি আরও বলেন বিধি অনুযায়ী অনেক সদস্য বাদ পড়ার বিষয়টি বিবেচনায় এ ব্যপারে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে উপজেলা আইন শৃংখলা কমিটির মত গুরুত্বপূর্ণ একটি কমিটি থেকে বিধি বহির্ভূত সদস্যদের বাদ দিয়ে বিধি অনুযায়ী যারা আইন শৃংখলা কমিটির সদস্য হতে পারেন কেবল তাদেরকে দিয়েই উপজেলা আইন শৃংখলা কমিটি পুনর্গঠন করা হউক এমনটাই প্রত্যাশা করেছেন সভায় উপস্থিত একাধিক সদস্য।
আপনার মন্তব্য লিখুন