সরাইল উপজেলার চুন্টা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব প্রকৌশলী শাহজাহান মিয়া আর নেই
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ , ১০ জুলাই ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব প্রকৌশলী শাহজাহান মিয়া আর নেই। আজ শুক্রবার(১০জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে অসুস্থতাজনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, সত্তর দশকে কুমিল্লা পলিটেকনিক ইন্সটিউট থেকে তিনি ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি ছাত্রদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করে মেধাবী ছাত্রনেতা হিসেবে খ্যাতি অর্জন করেন। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের প্রথম সারির নেতা হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়েও সংগ্রান করেছেন। প্রকৌশলী শাহজাহান মিয়া চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তিনি সরাইল উপজেলা পরিষদে নির্বাচিত সাবেক ভাই-চেয়ারম্যান ছিলেন। তৃণমূল আওয়ামী লীগ এর সংগ্রামী নেতা আলহাজ্ব প্রকৌশলী শাহজাহান মিয়ার মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোক সন্তোপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মরহুমের জানাযার স্থান ও সময় জানার চেষ্টা করা হলেও নিশ্চিৎভাবে তা কেউ বলতে পারেননি তবে পরবর্তীতে সুবিধাজনক সময় নির্ধারণ করে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আপনার মন্তব্য লিখুন