সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান জামিনে মুক্ত, নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ ২২ দিন তিনি জেল থেকে মুক্ত হয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিলেট সফরকে কেন্দ্র করে পুলিশ ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেন। জামিনে মুক্তি পাওয়ার পর দলীয় নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গ্রেফতারের পর থেকে থানা হাজত থেকে শুরু করে কোর্ট এবং জেল পর্যন্ত যে সকল বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন, রাজনৈতিক নেতা-কর্মী তাকে দেখতে গেছেন ও বিভিন্নভাবে সহযোগিতা করার পাশাপাশি তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
আপনার মন্তব্য লিখুন