সরাইল উপজেলার কৃতি সন্তান এ এইচ এম আখতার হোসেন সোনালী ব্যাংক সরাইল শাখার ব্যবস্থাপক
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ , ১৪ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
এ এইচ এম আখতার হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামের কৃতি সন্তান। সরাইল সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও) হিসেবে সরাইল সোনালী ব্যাংক শাখায় যোগদান করেছেন গত ২৫ নভেম্বর/২০২০। বুধবার(১৩জানুয়ারী) দুপুরে সরাইল সোনালী ব্যাংক শাখায় গিয়ে একান্ত আলাপ চারিতায় জানা গেছে, সরাইল সোনালী ব্যাংক শাখা প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপক হিসেবে দেশের বিভিন্ন এলাকার লোকজন কাজ করেছেন। সরাইল উপজেলার বাসিন্দা হিসেবে প্রথমবারের মত সরাইল সোনালী ব্যাংক শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার(এসপিও) হিসেবে যোগদান করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। ১৯৮৪সালে সোনালী ব্যাংকে অফিসার হিসেবে তিনি প্রথম যোগদান করেছেন। ১৯৮৭ সাল থেকে ৩৭ বছর ধরে তিনি সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া রিজিওনের বিভিন্ন শাখায় কর্মরত রয়েছেন। ২ ছেলে, ৪ মেয়ের জনক, সরাইল উপজেলার কৃতি সন্তান ও সরাইল সোনালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এ এইচ এম আখতার হোসেন সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন