সরাইল উপজেলার অরুয়াইলে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, আনন্দিত এলাকাবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ , ১৭ অক্টোবর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
সরাইল উপজেলার অরুয়াইলে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার, আনন্দিত এলাকাবাসী
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী আব্দুর রউফ। নিজস্ব অর্থায়নে করছেন রাস্তা সংস্কারের কাজ। এতে খুশি এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি দিয়ে রানিদিয়া, রাজাপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন।
নিজস্ব অর্থায়নে ইতিমধ্যেই শুরু করেছেন রাস্তাটির সংস্কার কাজ। এতে করে রানিদিয়া ও রাজাপুর গ্রামবাসীসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। স্থানীয় লোকজন আরও জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল দশার কারনে এই রাস্তাটি দিয়ে চলাফেরা করতে খুব কষ্ট হত।
এমন মানবিক মনের মানুষ প্রতিটি এলাকায় জন্ম হউক এমনটাই প্রত্যাশা করেন এলাকাবাসী।
এ ব্যপারে হাজী আব্দুর রউফ বলেন, রানিদিয়া-রাজাপুর রাস্তাটি আমাদের এলাকার একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় রয়েছে। এতে করে রাস্তাটি দিয়ে জনগণের চলাচলে কষ্ট হচ্ছে। জনগণের চলাফেরার কষ্ট দেখে আমি এলাকাবাসীর সাথে কথা বলে আমার নিজস্ব অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যেই রাস্তাটির সংস্কার কাজ শেষ হবে।
তিনি আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে অরুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকার কর্মহীন ও হতদরিদ্র সহস্রাধিক লোকের মাঝে আমার নিজস্ব উদ্যোগে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এছাড়া বিভিন্ন এলাকার মসজিদ, মাদ্রাসাসহ গরীব ও অসহায় লোকজনের মাঝে আমার সাধ্যমত সহযোগিতা আমি অব্যাহত রেখেছি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং অরুয়াইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করব ইনশাল্লাহ।
এ ব্যপারে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন