২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইল-আশুগঞ্জে সিংহের গর্জন, মাঠে নামলেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , ১৫ ডিসেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ড়ড়ড়ড়ড়ড়ড়ড়

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

সরাইল-আশুগঞ্জে সিংহের গর্জন নিয়ে মাঠে নামলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। শনিবার(১৫ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলার প্রধান প্রধান সড়কে সিংহ প্রতীকের স্লোগানে গর্জন তুলেন নেতা-কর্মীরা। ১০ ডিসেম্বর প্র্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু হলেও বেশ কয়েকদিন পর  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোটের নিরব সমর্থকরা হঠাৎ করে আজ শনিবার সরব হয়ে উঠেছেন।  হোটেল সুরমা-ইন এ দফায় দফায় সভা করে  এ আসনে মহাজোটের প্রার্থী কেবল জিয়াউল হক মৃধাই- এ ঘোষণা দিয়ে  মহাজোটের সর্বস্তরের লোকজনকে সিংহ প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। এ ঘোষণার সাথে সাথেই সরাইল ও আশুগঞ্জে সিংহ মার্কার পক্ষে স্লোগান ও মাইকিং শুরু হয়।  শনিবার দুপুরে উপজেলার প্রধান প্রধান সড়কে মিছিল শেষে শহিদ মিনার চত্বরের এক পথ সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সিংহ প্রতীকে মহাজোটের প্রার্থী  অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ  সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, আওয়ামীলীগ নেতা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আরব আলী, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী প্রমূখ। অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা এমপি বলেন, সরাইল আশুগঞ্জের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ। মহাজোট নেত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এ আসনে আমাকে মহাজোটের মনোনয়ন দিয়েছেন। কিন্তু এটা নিয়ে আমার ও এ আসনের নিরীহ জনসাধারনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ সহায় থাকলে ষড়যন্ত্রকারীরা কিছু করতে পারবে না। জনগন আমার সাথে ছিল ও আছে। গত এক সপ্তাহ ধরে এ আসনের মহাজোটের সমর্থকরা একটা শঙ্কায় ভুগছিলেন। প্রার্থী কে? কোথায় ভোট দিব? আজ থেকে তারা টেনশনমুক্ত হয়েছে। তিনি আরও বলেন এ আসনে এবার ‘সিংহ’-ই শেখ হাসিনা, এরশাদ তথা মহাজোটের প্রতীক। আমার আমলনামা আপনাদের হাতে। সমগ্র আসনে কাজ করার চেষ্টা করেছি। ১০ বছরে আমার কথায় ও কাজে যদি আওয়ামী লীগসহ কেউ কষ্ট পেয়ে থাকেন আমি সবিনয়ে ক্ষমা প্রার্থী। মহাজোট তথা সিংহ মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই আপনারা মাঠে নেমে পড়েন। এদিকে আশুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এক সভায় সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবির ও আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু সহ আওয়ালীগ ও জাতীয় পার্টির অনেক নেতা উপস্থিত থেকে সিংহ মার্কাকে জয়ী করতে দুই উপজেলাবাসীকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন