৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

EN

সরাইল-আশুগঞ্জে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার ব্যপক গণসংযোগ, ধানের শীষের গণজোয়ার

বার্তা সম্পাদক

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ , ২২ ডিসেম্বর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

 

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জে উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার পক্ষে ব্যপক গণসংযোগ হয়েছে। সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড, পাড়া, মহল্লায় এ গণসংযোগ অব্যাহত রয়েছে। বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের ধারাবাহিকতায় আজ শুক্রবার(২১ডিসেন্বর) ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় বিএনপি, ২০দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক চারবারের এমপি ও প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার উপস্থিতিতে সরাইল সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, পাড়া ও মহল্লায় দিনব্যপি গণসংযোগ করা হয়। সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া(বাঙ্গালপাড়া) খেলার মাঠে ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা জড়ো হয়ে গণসংযোগ শুরু করেন। কুট্টাপাড়া, সৈয়দটুলা, আলীনগর, নিজসরাইল, জিলুকদারপাড়া, পাঠানপাড়া, মোগলটুলা, চানঁমনিপাড়া, হালুয়াপাড়া, সাগরদীঘি, ছোটদেওয়ানপাড়া, স্বল্পনোয়াঁগাও, দক্ষিণ আরিফাঈল, উত্তর আরিফাঈল, বেপারিপাড়া, গুনারা, নাথপাড়া, বড্ডাপাড়া, বণিকপাড়া, বড়দেওয়ানপাড়া, উচালিয়াপারা, উপজেলা সদরের বিকালবাজার, প্রাতঃবাজারসহ সদর ইউনিয়নে দিনব্যাপি গণসংযোগ করে উচালিয়াপাড়া মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়। দিনব্যপি গণসংযোগে নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত বিভিন্ন এলাকায় গণজোয়ার সৃষ্টি হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, ২০দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট এর নেতা-কর্মী ও ধানের শীষ প্রতীকের সমর্থকগণ দিনব্যপি গণসংযোগে অংশগ্রহন করেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথ সভায় ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূইঁয়া সকলকে ধন্যবাদ জানান এবং ৩০ডিসেম্বর এর নির্বাচনে ধানের শীষের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
আরও পড়ুন