সরাইল আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
বার্তা সম্পাদক প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ , ৯ মে ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
সরাইল আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) বিকালে উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত নজরুল ইসলাম উপজেলার রানীদিয়া উত্তর পাড়ার বাসিন্দা হাজী মঞ্জুর আলীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্র জানান, শুক্রবার (৯ মে) বিকালে নজরুল ইসলাম আম পাড়তে গিয়ে পা পিছলিয়ে গাছ থেকে বাড়ির নলকূপের লোহার উপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ঔষধ ব্যবসায়ী মিষ্টু মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, এ ব্যপারে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য লিখুন