সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ শুরু, এলাকার জনমনে স্বস্থি। – সরাইল নিউজ২৪.কম
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ৮ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ ফের শুরু হয়েছে। দীর্ঘ ৬মাস বন্ধ থাকার পর ফের সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকার জনমনে স্বস্থি ফিরেছে। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে উক্ত সড়কের সংস্কার কাজ ইতিপূর্বে শুরু হলেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দেন। এতে বিপাকে পড়েন এলাকার ভুক্তভোগী জনগণ।
দেরীতে হলেও সড়কটির কাজ পুনরায় শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এলাকাবাসী। তবে কাজে যেন অনিয়ম ও দুর্নীতি না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে গনমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যপারে সরাইল উপজেলা এল জি ইডি’র সার্ভেয়ার মো. শফিকুল ইসলাম বলেন, সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজ টানা ছয়মাস বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে ফের কাজ শুরু করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন