সরাইল অন্নদা স্কুলের মাঠে ভবন নির্মাণের প্রতিবাদে আগামীকাল রোববার(২৮অক্টোবর) সরাইলে বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা
বার্তা সম্পাদক প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ , ২৭ অক্টোবর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে রোববার (২৮অক্টোবর) সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করেছেন সরাইল উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতি। সরাইল উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইউপি মেম্বার মোশাহেদ উল্লাহ জানান, উপজেলার খেলোয়ার কল্যান সমিতির সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব ফরহাদ রহমান মাক্কি, সিনিয়র সহ-সভাপতি ও সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক ও সরাইলের সাবেক কৃতি ফুটবলার সাদাকাত হিরোসহ সমিতির অন্যান্যদের সাথে পরামর্শক্রমে সরাইলের দুইশত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল যেন না হয় এর প্রতিবাদে রোববার সকাল ১০টায় বিক্ষোভ কর্মসূচী ঘোষনা করা হয়েছে। এ ব্যপারে পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। উক্ত বিক্ষোভ কর্মসূচীতে সর্বস্তরের লোকজন অংশগ্রহন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।
আপনার মন্তব্য লিখুন