সরাইল অন্নদা এসএসসি-২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ , ২৫ জুন ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮রমজান, ২৪জুন রোজ শনিবার বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০১০ ব্যাচের ছাত্র মো: রফিকুল ইসলাম ও সোহাগ বক্সের সার্বিক তত্বাবধানে ও পরিচালনায় অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও দি ব্লু-র্বাড স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল ওহাব, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: জাকির হোসেন সরকার, একই বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রাড মো: রাসেল মিয়া, সরাইল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা(পোর্টাল) “সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমের” সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ আব্দুল করিম(এম এ করিম), সাপ্তাহিক পরগণার স্টাফ রিপোর্টার নারায়ন চক্রবর্তী, আয়োজক ব্যাচের ছাত্র মো: রফিকুল ইসলাম, সোহাগ বক্স প্রমুখ। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন সৈয়দটুলা দক্ষিনপাড়া মসজিদে আল কুবার পেশ ইমাম ও খতিব মাওলানা রাশেদুল ইসলাম। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০১০ ব্যাচের অর্ধশত ছাত্র উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উক্ত ব্যাচের উপস্থিত অর্ধশত ছাত্র দীর্ঘদিন পরে একত্রিত হয়ে আনুষ্ঠানিক ইফতার মাহফিলের মিলন মেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ, অত্যন্ত আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং ২০১০ব্যাচের সকল ছাত্র ঐক্যবদ্ধ হয়ে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে ইফতার মাহফিল করার আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মন্তব্য লিখুন