সরাইল অন্নদা এসএসসি ব্যাচ-২০১০ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ , ১৫ জুন ২০১৮, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষা-২০১০ ব্যাচের ছাত্রদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮রমজান বৃহস্পতিবার(১৪জুন) বাদ আছর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসএসসি-২০১০ ব্যাচে প্রাক্তন ছাত্র সোহাগ বক্স ও মো: রফিকুল ইসলামের সার্বি তত্ত্বাবধান ও আয়োজনে অনুষ্ঠিত উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল অহাব, বর্তমান সিনিয়র শিক্ষক জাকির হোসেন সরকার, সাবেক সহকারি শিক্ষক শেখ এনায়েত রাসেল, বর্তমান শিক্ষক মো: হাদিস মিয়া, সময়ের নিউজের সরাইল প্রতিনিধি মো: তাসলিম উদ্দিন, এস এম শাহজাহান মোতায়েদ ফরিদ, সরাইল থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদ এম এ করিম মাস্টারসহ এসএসসি ব্যাচ-২০১০ এর ছাত্রবৃন্দ উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন রাশেদুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে সোহাগ বক্স ও মো: রফিকুল ইসলাম বলেন, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের অধিকাংশ ছাত্র বর্তমানে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে। প্রতিবছর ইফতার মাহফিলকে ঘিরে আমরা একত্রিত হয়ে পরস্পরের সাথে আন্তরিক পরিবেশে বন্ধুত্বের বন্ধনে মিলিত হয়ে অনেক আনন্দ উপভোগ করি। আমাদের এই স্মৃতি বিজড়িত বন্ধত্বের বন্ধন অব্যাহত রাখতে প্রতিবছরই যেন এভাবে ইফতার ও দোয়ার মাহফিল করতে পারি সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা ও আন্তরিক দোয়া কামনা করছি।
আপনার মন্তব্য লিখুন