সরাইল অন্নদার সামনের রাস্তার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণ কাজ শুরু, উপজেলা পরিষদ চেয়ারম্যানকে এলাকাবাসীর ধন্যবাদ
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের অন্নদা স্কুলের মোড়ের রাস্তার জলাবদ্ধতা নিরসনে অবশেষে ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। অন্নদার মোড় থেকে উচালিয়াপাড়া মোড় পর্যন্ত রাস্তার দক্ষিণ পার্শ্ব দিয়ে নির্মাণ হচ্ছে ড্রেন। এতে খুশি এলাকার বিভিন্ন স্তরের লোকজন। বৃষ্টির মৌসুমে সামান্য বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতা দেখা দেয়৷ ফলে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি জনগণের ভোগান্তি হয় চরমে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এখানে দেখা দেয় জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে রাস্তার দক্ষিণ পার্শ্বে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা ছিল এখানকার জনগণের প্রানের দাবি। বৃষ্টির মৌসুমে অন্নদার সামনের জলাবদ্ধতায় জনগণের দুর্ভোগের চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়৷
সেই সাথে সরাইল থেকে প্রকাশিত প্রথম অনলাইন নিউজ পোর্টাল ” সরাইল নিউজ ২৪.কম” পত্রিকায় এ ব্যপারে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সময় এ ব্যপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড আইডিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর বলেছিলেন শীঘ্রই রাস্তার দক্ষিণ পার্শ্ব দিয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণ করা হবে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সত্যিই তিনি কথা রাখায় অবশেষে শুরু হয়েছে রাস্তার সেই জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নির্মাণের কাজ। সম্প্রসারিত রাস্তার জায়গা রেখে যেন স্থায়ী ও টেকসই ড্রেন নির্মাণ করা হয় এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল। সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর এর আন্তরিক প্রচেষ্টায় সরাইল সদরের অন্নদা স্কুলের মোড়ের প্রধান রাস্তায় জলাবদ্ধতা নিরসনের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মন্তব্য লিখুন