সরাইলে ৭ ঘন্টার ব্যবধানে একই গ্রামের তিন জনের জানাজা ও দাফন সম্পন্ন, শোকাহত এলাকাবাসী
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ১৩ ফেব্রুয়ারি ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৭ ঘন্টার ব্যবধানে একই গ্রামের তিন জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার ১ জন ও একই গ্রামের গড়ের পাড়ার ২জনসহ মোট তিনজন ১৮ ঘন্টার ব্যবধানে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সৈয়দটুলা গ্রামের পূর্বপাড়ার হাফেজ আবুল কাসেম এর স্ত্রী শুক্রবার(১২ফেব্রুয়ারী) দিবাগত সন্ধা সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরদিন আজ শনিবার(১৩ফেব্রুয়ারী) সাড়ে ৭টায় সৈয়দটুলা গ্রামের গড়ের পাড়ার মরহুম হেলাল উদ্দিন এর বড় পুত্র ও সরাইল বিকাল বাজারের বিশিষ্ট সার ব্যবসায়ী ওমর উদ্দিন অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাদ জোহর গড়ের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। একই দিন দুপুর দেড়টায় একই গ্রামের গড়ের পাড়ার বাসিন্দা ও শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম এর আম্মা বার্ধ্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বাদ আছর গড়ের পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মাত্র ৭ঘন্টার ব্যবধানে একই গ্রামের দুটি পাড়ায় পর পর তিন জনের জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার ঘটনায় শোকাহত এলাকাবাসী। প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারের স্বজনদের মাঝে বিরাজ করছে স্বজন হারানোর আর্তনাদ। মহান আল্লাহ মরহুম তিনজনকেই মাফ করে যেন বেহেস্থ নসীব করেন সেই জন্য পৃথক পৃথকভাবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন