সরাইলে ৭৫দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন আদনান
বার্তা সম্পাদক প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ , ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
সরাইলে ৭৫দিনে পবিত্র কোরআনের হাফেজ হলেন আদনান
এম এ করিম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন আদনান। সরাইল বিকাল বাজার আবরারিয়া মডেল মাদ্রাসা থেকে তিনি এ অল্প সময়ে হেফজ সম্পন্ন করেছেন।
আবরারিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র ৬ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল। এত অল্পসময়ে খুব সংখ্যক ছাত্রই হাফেজ হতে পারে। তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর পুত্র আদনান ২০২৩ সালে অত্র মাদ্রাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে। তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর দুই মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করে ফেলেছে। হাফেজ আদনান এর এ অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত। হাফেজ আদনানসহ আবরারিয়া মডেল মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকদের জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য লিখুন