সরাইলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , ২৪ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
সরাইলে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী গ্রেফতার
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬ মাসের সাজা প্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। জিআর- ১৩৮/২০১৬ মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের মৃত আব্দুর রউফ এর পুত্র সোহেল মিয়াকে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্র জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান এর দিক নির্দেশনায়, সরাইল সার্কেলের সিনিয়র এএসপি মোঃ আনিছুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আসলাম হোসেন এর নেতৃত্বে সরাইল থানার এসআই বশির আহাম্মেদ ও এএসআই মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
আপনার মন্তব্য লিখুন