২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ৫২টি পূজা মন্ডপে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত, এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি’র বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০১৮, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

FB_IMG_1539708313601FB_IMG_1539712044584

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫২টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি পূজামন্ডবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সরাইল থানা পুলিশ, আনসার ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছা-সেবকরা সার্বক্ষনিক পূজামন্ডপগুলোতে শৃংখলা রক্ষা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজ মঙ্গলবার(১৬অক্টোবর) সপ্তমীতে বিভিন্ন পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য পূজামন্ডপ তিনি পরিদর্শন করবেন বলে জানা গেছে। সোমবার(১৫অক্টোবর) দিবাগত রাতে সরাইল কালিবাড়ি পূজামন্ডপে আনুষ্ঠানিকভাবে পূজার কার্যক্রম উদ্বোধন করেন এডভোকেট জিয়াউল হক মৃধা এমপি। এদিকে আজ সপ্তমীতে সরাইলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন সরাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মো: রফিক উদ্দিন ঠাকুর। এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অন্যান্য শ্রেণির বিশেষ ব্যক্তিবর্গও বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করছেন বলে জানা গেছে। এ ব্যপারে এডভোকেট জিয়াউল হক মৃধা এমপির পিএস শেখ সিরাজুল ইসলাম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন উপজেলার ৫২টি  পূজামন্ডপ পরিদর্শনের অংশ হিসেবে মাননীয় এমপি মহোদয় আজ মঙ্গলবার রাতে শাহবাজপুর, শাহজাদাপুর, মলাইশ, বুড্ডা, কুচনীসহ বিভিন্ন এলাকার পূজামন্ডপ পরিদর্শন করেছেন। পর্যায়ক্রমে উপজেলার সব কয়টি পূজা মন্ডপ তিনি পরিদর্শন করবেন। বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এমপি মহোদয় পুজামন্ডপ আয়োজনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলে আইন-শৃংখলা বিষয়সহ সার্বিক বিষয়ে আন্তরিকভাবে খোঁজ-খবর নিয়েছেন। নির্বিঘ্নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। আগামী বৃহস্পতিবার রাতে বিজয়া দশমী ও শুক্রবার বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দূর্গাৎসব এর সকল আনুষ্ঠানিকতা শেষ হবে বলে পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়।

 

 

 

 

 

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
আরও পড়ুন