সরাইলে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ , ৫ নভেম্বর ২০২২, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
সরাইলে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত
সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক রিপোর্টঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ৫১ তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আবু কাউসার ঠাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আবু হানিফ ।
সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন