সরাইলে গাঁজাসহ ২জন গ্রেফতার
বার্তা সম্পাদক প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ , ২২ জুন ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাঁজাসহ পৃথক পৃথক স্থান থেকে ২জনকে গ্রেফতার করেছেন সরাইল থানা পুলিশ। আজ সোমবার(২২জুন) উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভৈশ্বর পাথার হাটি এলাকার মৃত মস্ত মিয়ার পুত্র মোঃ নায়েব আলীকে(৫০) ও সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকা থেকে কিশরগঞ্জ জেলার বাজিতপুর থানার হুসাইপুর (পাঞ্চতবাড়ী) গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ বাবুল মিয়াকে(৩০) গ্রেফতার করা হয়।
সরাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানার এসআই বাপন চক্রবর্তী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ৫শত গ্রাম গাঁজাসহ মোঃ নায়েব আলীকে ও একই থানার এসআই জাহাঙ্গীর আলম পৃথক অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ মোঃ বাবুল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোঃ নায়েব আলী ও মোঃ বাবুল মিয়াকে পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে
আপনার মন্তব্য লিখুন