১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

EN

সরাইলে ৫দিন ধরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ , ১০ ডিসেম্বর ২০১৭, রবিবার , পোষ্ট করা হয়েছে 8 years আগে

এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত ৫দিন ধরে দুই সন্তানসহ গৃহবধূ নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই সন্তান তামিম(১১) এবং নওরীন(৫)সহ  নিখোঁজ গৃহবধূর নাম সামিরা আক্তার ঝরনা(৩০)। তিনি উপজেলার কালিকচ্ছ নন্দীপাড়ার আব্দুর রফিক লস্করের মেয়ে এবং উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ানপাড়ার মৃত শাফিউদ্দিন ঠাকুরের পুত্র মোছলেহ উদ্দিন পল্টুর স্ত্রী। এ ব্যাপারে সরাইল থানায় সাধারণ ডায়রী(জিডি) করেছেন দুই সন্তানসহ নিখোঁজ সামিরার পিতা আব্দুর রফিক লস্কর। ডায়রী নং-৩৩৪ তারিখ: ৮/১২/২০১৭।  জানা যায়, গত ৫ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টা ৩০মিনিটে সামিরা আক্তার ঝর্না তার ছেলে তামিম ও মেয়ে নওরীনকে নিয়ে পিত্রালয় কালিকচ্ছ থেকে সিএনজি অটোরিক্সাযোগে স্বামীর বাড়ি বড়দেওয়ান পাড়া আসার উদ্দেশে রওয়ানা দেন। সেই থেকে দুই সন্তানসহ সামিরা নিখোঁজ রয়েছেন। সামিরার স্বামী মোছলেহ উদ্দিন পল্টু  ঢাকায় চাকরী করেন।  ৮ডিসেম্বর শুক্রবার তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্ত্রী ও ছেলে -মেয়েকে না পেয়ে শশুর বাড়িতে যান। সেখানে গিয়ে স্ত্রী, সন্তানদের না পেয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েন।পরবর্তীতে সামিরার পিতা ও স্বামী তাদের আত্বীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে দুইসন্তান সহ সামিরার কোনো সন্ধান পাননি। সামিরার ব্যবহৃত মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ৮ডিসেম্বর শুক্রবার সামিরা আক্তার ঝরনার পিতা আব্দুর রফিক লস্কর সরাইল থানায় সাধারণ ডায়রী করেন। এ ব্যাপারে নিখোঁজ সামিরার স্বামী মোছলে উদ্দিন পল্টু বলেন, ২০০৬ সালে পারিবারিকভাবে আমি সামিরাকে বিয়ে করি। তামিম ও নওরীন নামে  দুই সন্তান নিয়ে আমাদের সুখের সংসার। আমি ঢাকায় চাকরী করি। ৪ডিসেম্বর সোমবার বিকাল ৫টার দিকে আমার স্ত্রী সামিরার সাথে সর্বশেষ কথা হয়েছে। ৮ডিসেম্বর শুক্রবার আমি ঢাকা থেকে বাড়িতে এসে স্ত্রী, সন্তানদের না পেয়ে শশুর বাড়িতে যায়। সেখানে গিয়ে তাদের না পেয়ে হতাশ হয়ে যায়। এসময় শশুরকে নিয়ে আত্বীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোজঁ-খবর নিয়ে তাদের কোনো সন্ধান পায়নি। আমার স্ত্রীর মোবাইল ফোনে কল করে বার বার চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। আমার স্ত্রী, সন্তানদের খোঁজে পেতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন ভূইঁয়া বলেন, বিষয়টি থানায় সাধারণ ডায়রীভুক্ত করা হয়েছে। তাদের সন্ধান পেতে সকল প্রকার আইনী প্রচেষ্টা অব্যাহত আছে।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
আরও পড়ুন