সরাইলে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, গ্রেফতারঃ ১
বার্তা সম্পাদক প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ , ৫ জুলাই ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
এম এ করিম সরাইল নিউজ ২৪.কমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছেন সরাইল থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪জুলাই) দিবাগত রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া গ্রামে গ্রেফতার মাদক ব্যবসায়ী আক্তার হোসেন এর বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। সরাইল থানা পুলিশ সূত্রে জানা গেছে,
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার এর সার্বিক দিক নির্দেশনায় সরাইল থানার অফিসার ইনচার্জ আল মামুন মোহাম্মদ নাজমুল আহমেদ এর নেতৃত্বে সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, এসআই গৌতম চন্দ্র দে, এসআই শাহাদাৎ হোসাইন ও এএসআই আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বাড়িউড়া এলাকার মাদক ব্যবসায়ী আকতার হোসেন এর বাড়ি হইতে ৩৪৫ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। সরাইল থানার এস আই শাহাদাৎ হোসেন বাদী হয়ে আক্তার হোসেন এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ ব্যপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন মুহাম্মদ নাজমুল আহমেদ বলেন, আক্তার ভদ্রতার মুখোশ পড়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে মাদকের গডফাদার। দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করাই তার ব্যবসা।
আপনার মন্তব্য লিখুন