সরাইলে ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
বার্তা সম্পাদক প্রকাশিত: ১২:৪৭ অপরাহ্ণ , ২১ আগস্ট ২০১৭, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগেএম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩দিন ব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার(২১আগস্ট) সকাল ৯টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের(পিআইবি) আয়োজনে ও সরাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইকবাল হোসেন। সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদর উদ্দিন বদূর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাবেক সভাপতি মো: আরজু মিয়া, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পাণ্ডে, পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান। সরাইল, নাসিরনগর এবং বিজয়নগর উপজেলার সাংবাদিকরা উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন