২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

EN

সরাইলে ৩দিন ব্যাপি উন্নয়ন মেলা আনুষ্ঠানিকভাবে সম্পন্ন

বার্তা সম্পাদক

প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ , ৬ অক্টোবর ২০১৮, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

 FB_IMG_1538847222861
 এম এ করিম সরাইল নিউজ টোয়েন্টিফোর ডটকম ডেস্ক:
“উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সরাইলে ৩দিন ব্যাপি জাতীয় উন্নয়ন মেলা আজ শনিবার(৬অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার(৪অক্টোবর) উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলা শুরু হয়ে আজ শনিবার(৬অক্টোবর) পুরস্কার বিতরণের মাধ্যমে এ মেলার সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাপনী অনুষ্ঠানে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মনিরুজ্জামান ফকির, সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শের আলম মিয়া  মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম, সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইঁয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খানসহ জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।  মেলায় ৪০টি  স্টল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের  জন্য উন্মোক্ত ছিল। এবারের মেলায় প্রথম স্থান অধিকার করেছে উপজেলা শিক্ষা অফিস, দ্বিতীয় স্থান অর্জন করেছে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও তৃতীয় স্থান অর্জন করেছে উপজেলা বিদ্যুৎ অফিস।

আপনার মন্তব্য লিখুন

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
আরও পড়ুন